শান্তিগঞ্জে বিএনপির কর্মীসভা
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ৮:২৪:১২ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
পূর্ব বীরগাঁও ইউনিয়নের বিএনপি নেতা শামসু মিয়ার সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টুর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনজিত সূত্রধর, সুনামগঞ্জ জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুস সালাম, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিদ মিয়া ও পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি নেতা নুরুল আমিন হিরন।
এসময় পূর্ব বীরগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমীন, বিএনপি নেতা তদবীর খাঁন, আব্দুল বশির, কুতুব উদ্দিন, ইয়াকুব আলী, এখলাছ মিয়াসহ পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।