কানাইঘাটে ছাত্র জমিয়তের আলোচনাসভা
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ৮:২৬:৪৯ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দীন খান বলেছেন, ইসলাম সত্য ও একটি সুন্দর রাষ্ট্র গড়ার পক্ষে। দেশের জনগণ অতীতের প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না। বিগত ১৬ বছরে যারা দেশকে লুটেপুটে খেয়েছে, দেশে প্রতিহিংসার রাজনীতির প্রচলন করে দেশকে ভয়াবহতার দিকে নিয়ে গেছে সেই আওয়ামী রাজনীতির পুনরাবৃত্তি দেখতে চায় না জনগণ। সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান চায়। যদি কেউ প্রতিহিংসার রাজনীতি চর্চায় ফিরে যেতে চায় ছাত্র-জনতা, আলেম সমাজ পুনরায় তাদের বিরুদ্ধে জেগে উঠবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্র জমিয়ত কানাইঘাট উপজেলাধীন গাছবাড়ী শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
গাছবাড়ী বাজারস্থ রহমান কমিউনিটি সেন্টারে ছাত্র জমিয়ত গাছবাড়ী বাজার শাখার আহবায়ক হাফিজ আব্দুল করিম হেলালীর সভাপতিত্বে, শুয়াইব নাঈম ও সুলতাম মাহমুদ এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে আলোচনা রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা উত্তর এর সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমান কাসেমী, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফুর রহমান, সাবেক জেলা ছাত্র জমিয়তে সভাপতি হাফিজ ফরহাদ, সাধারণ সম্পাদক লুকমান হাকীম, জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জাকির হোসাইন ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন প্রমূখ। বিজ্ঞপ্তি