জগন্নাথপুরে নৌকাডুবিতে ১ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ৮:৫২:৪৪ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে প্রবল ঢেউয়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন নিখোঁজ রয়েছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে নৌকাডুবির ঘটনা ঘটে। ছোট একটি ডেঙি নৌকা যোগে ৭ জন যাত্রী জগন্নাথপুর থেকে দিরাই যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। পথে নলুয়ার হাওরে প্রবল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় ভূরাখালি এলাকা থেকে আরেকটি ইঞ্জিন নৌকা দিয়ে স্থানীয়রা এসে ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধার করেন। এর মধ্যে মালিকা বিবি নামের এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি দিরাই থানার কালধর গ্রামের আবদুন নুরের স্ত্রী। এছাড়া আবদুন নুরের মা নিখোঁজ রয়েছেন। স্থানীয় চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল তা নিশ্চিত করেছেন।