হাসিনার পতনের পর কমেছে ভারতগামী যাত্রীর সংখ্যা
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ৯:০৫:৩৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিমান, বাস ও রেলপথে চলাচলকারী যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। যাত্রী কমে যাওয়ায় ঢাকা ও দিল্লির মধ্যে চলমান অর্থনৈতিক কর্মকা-ে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। সরকার পতনের পর বাংলাদেশের ভারতীয় হাইকমিশন ভিসা প্রদান সেবা স্থগিত করেছিল। সম্প্রতি ভিসা প্রদান সেবা আংশিকভাবে চালু করা হলেও তা সীমিত পরিসরে প্রদান করা হচ্ছে। ভারতীয় ভিসা সেন্টারের একজন কর্মকর্তা জানিয়েছেন, ভারত সরকার বর্তমানে শুধু চিকিৎসা ভিসা ও স্টুডেন্ট ভিসা প্রদান করছে।
অনেকে ভ্রমণ ভিসাসহ অন্যান্য ভিসার জন্য আবেদন করলেও তাদের আবেদন গ্রহণ করা হচ্ছে না। যাদের আবেদন গ্রহণ করা হচ্ছে তাদের ভিসা না দিয়েই পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হচ্ছে। যার ফলে এই রুটে চলাচলকারী যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এতে বিপত্তিতে পড়েছে বাংলাদেশ-ভারত রুটে চলাচলকারী বিমান সংস্থাগুলো। লোকসান দিয়ে ফ্লাইট পরিচালনা করতে হচ্ছে তাদের।
যাত্রী হ্রাস পাওয়ার বিষয়টি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বাংলাদেশ রেলওয়ে এবং বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। সূত্র জানায়, যারা এই রুটের বিমানে অগ্রিম টিকিট করেছিলেন তাদের অনেকে বুকিং বাতিল করছেন। ঢাকা থেকে ভারতের দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাইয়ের মতো শহরগুলিতে বিমানের যাত্রী প্রায় ৬০% থেকে ৭০% কমে গেছে।
এয়ারপোর্ট এভিয়েশন সিকিউরিটির একজন কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাত্রীদের বিভিন্ন পয়েন্টে চেক করা হচ্ছে। তাদের বিভিন্ন কাগজপত্র দেখা হচ্ছে। যার ফলে যাত্রী সংখ্যা কমে গেছে।