সিলেটে বালুভর্তি ট্রাকে ৩২৫ বস্তা ভারতীয় চিনি
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ৯:১৯:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর পৃথক স্থান থেকে ৩২৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার পৃথক সময়ে নগরীর দক্ষিণ সুরমা ও কালিঘাট এলাকা থেকে এসব চিনি উদ্ধার করা হয়। ট্রাকভর্তি চিনির এক ফুট উচ্চতায় বালুভর্তি করে চিনি পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে দক্ষিণ সুরমার লালারগাও এলাকায় স্থানীয় জনতা ভারতীয় চিনি ভর্তি একটি ট্রাক আটক করে। ট্রাকের উপরের দিকে এক ফুট বালু ছিল। এরপর রাখা ছিল ২৪০ বস্তা চিনি। স্থানীয় জনতা ট্রাক আটক করে সেনাবাহিনী ও পুলিশকে খবর দিলে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে ট্রাকসহ চিনি জব্দ করে থানায় নিয়ে যায়।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হোসেন। তিনি বলেন, এলাকাবাসী চিনি বোঝাই একটি ট্রাক আটকে রেখে খবর দিলে পুলিশ চিনিভর্তি ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। এসময় চিনি চোরাচালানের সাথে জড়িতরা পালিয়ে যায়। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে নগরের সবচেয়ে বড় পাইকারী আড়ত কালিঘাট থেকে চিনি বোঝাই একটি ট্রাক আটক করেছে পুলিশ। ট্রাকের চিনির বস্তা বোঝাই করে উপরে বালু দিয়ে চাপা দিয়ে রেখেছিল চোরাকারবারীরা। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি। পুলিশের চোখ ফাঁকি দিতে না পারায় জব্দ হয়েছে ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চালান।
বৃহস্পতিবার কালিঘাটস্থ শাহচট্ট রোডের বাণিজ্য ভবনের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, একটি ড্রাম ট্রাকের ভেতর চিনির বস্তা রেখে চোরাকারবারীরা উপরে বালু চাপা দেয়। এরপর ত্রিপল দিয়ে ট্রাকটি ঢেকে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ট্রাকের ভেতর থেকে ৮৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
মোহাম্মদ সাইফুল ইসলাম আরও জানান, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন চোরাকারবারী পালিয়ে যায়। তাদেরকে আটকের চেষ্টা চলছে।