নগরী থেকে চিকিৎসক দম্পতির ছেলে নিখোঁজ, থানায় জিডি
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩২:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসাল্টেন্ট ডা. জান্নাতুল ফেরদৌস ও ডা. বাবর তালুকদারের ১৬ বছর বয়সী ছেলে আব্দুল্লাহ আহমদ জিয়াদ নিখোঁজ রয়েছে। গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সিলেটের শাহপরান দাসপাড়া নোয়াগাঁও এলাকার ১/১ বাসা থেকে বেরিয়ে যাবার পর থেকেই তার খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ জিয়াদ জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্র। সে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।
জানা গেছে, বাসায় কিছু না বলে হঠাৎ বেরিয়ে যায় জিয়াদ। রাতে বাসায় না ফেরায় স্বজনরা কাছের আত্মীয়, বন্ধু-বান্ধবসহ পরিচিত সব জায়গায় খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাননি। জিয়াদকে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন মা-বাবাসহ স্বজনরা।
জিয়াদ নিখোঁজ হওয়ার ঘটনায় শাহপরান থানায় (জিডি নং ৫৩৫) জিডি করা হয়েছে বলে জানিয়েছেন তার মা ডা. জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, ‘আমার ছেলেকে শেষবার শাহপরান দাসপাড়া এলাকায় দেখা গেছে বলে জেনেছি। তার বয়স ১৬ বছর। গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। বাসা থেকে বের হবার সময় তার পরনে ছিল কালো শার্ট ও জিন্স প্যান্ট।’
কোন সহৃদয়বান ব্যক্তি জিয়াদের সন্ধান পেলে ০১৭১৪১২৯৭৫৫, ০১৬১৬৪৬৬৪৫৬, ০১৭১৭৭৫৪৩৬৯৪ নাম্বারে ফোন করতে অথবা নিকটস্থ থানায় খবর দিতে জিয়াদের পরিবার অনুরোধ জানিয়েছেন।