বালাগঞ্জে জামায়াতের সিরাতুন্নবী মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩৬:৩৩ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে বোয়ালজুড় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সিরাতুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বোয়ালজুড় ইউনিয়নের কালিবাড়ী বাজারে সিরাতুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের সভাপতি জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে, ইউনিয়ন সহ সভাপতি মাস্টার আব্দুল নুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুল জলিল, বালাগঞ্জ উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য প্রিন্সিপাল মো: আমির আলী, ছাত্রশিবির বালাগঞ্জ উপজেলা দক্ষিণ সভাপতি আবিদ আলী, ছাত্রনেতা হাবিবুর রহমান চয়ন, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক জোবের আহমদ, ওয়ার্ড সভাপতি আতাউর রহমান ও আহমদ আলী।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ সানাওর আলী, ইউনিয়ন জামায়াত নেতা নুরুল ইসলাম, ইউনিয়ন জামায়াত নেতা জাকির আহমদ, ইব্রাহিম আলী, মুরাদ হাসান, সেফুল মিয়া, আলাওর মিয়া প্রমুখ।