সিলেটে বিভাগীয় বৃক্ষমেলার সমাপনী
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩৭:৪৯ অপরাহ্ন
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক সুবর্ণা সরকার বলেছেন-বৃক্ষ যে শুধু ফল দেয় ফুল দেয় আর কাঠ দেয় তা নয়। বৃক্ষ মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকেও রক্ষা করে। তিনি বলেন, বৃক্ষরোপণ করে করে কেউ ঠকে না, বৃক্ষরোপণ করে সম্পদশালী হওয়া যায়। সামাজিক বনায়নের মাধ্যমে অনেকেই ধনবান হয়েছেন। সরকার বৃক্ষরোপণে অবদানের জন্য জাতীয় পুরস্কার দিয়ে মানুষদের উৎসাহিত করছে। শুক্রবার বিকেলে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বন বিভাগ এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও এ কে এম কামরুজ্জামান মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএমপি সিলেট এর উপ পুলিশ কমিশনার মোঃ শাহরিয়ার আলম, কলামিষ্ট আফতাব চৌধুরী। নার্সারি মালিকদের পক্ষে বক্তব্য রাখেন সিলেট নার্সারি মালিক কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আলমগীর আহমেদ, সিলেট কাঠ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আবুল কালাম। মেলায় প্রথম স্থান অধিকার করে সিলেট নার্সারী, দ্বিতীয় স্থান যৌথভাবে অধিকার করে সুগন্ধা নার্সরী ও সবুজ বন নার্সারি, তৃতীয় স্থান যৌথভাবে নূরে মদিনা নার্সারি ও আলিফ নার্সারি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া নার্সরী মালিকদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফরেস্ট অফিস মসজিদের ইমাম মাওলানা মোঃ হাবিবুল্লাহ মিসবাহ ও গীতা পাঠ করেন ফরেস্টার শ্যামাপ্রদ মিশ্র। বিজ্ঞপ্তি