ছাতকে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৬:০৫:১৬ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতকে সীমান্তবর্তী এলাকায় ইজারাবহির্ভূত স্থানে অবৈধ পন্থায় জোরপূর্বক ড্রেজার ও বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদ করায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. সুফি আলম সোহেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের ট্রাফিক পয়েন্টে জাগ্রত ছাতকবাসীর ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
ইসলামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ মো: ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং যুবনেতা নাজমুল হাসান জুয়েলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- ছাতক বালু উত্তোলন ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস ছাত্তার, সাবেক অর্থ সম্পাদক সামছু মিয়া, ইঞ্জিনিয়ার আবু ইউসুফ, ইহসানুল মাহবুব জুবায়ের, ইউপি সদস্য কাহার মিয়া, আলী হোসেন ও সিরাজুল ইসলাম প্রমুখ।