তাজপুর ডিগ্রি কলেজ শিবিরের নবীনবরণ
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৬:২৪:০৩ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি : ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি নজরুল ইসলাম বলেছেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্রশিবিরের দাওয়াত পৌঁছাতে হবে। ইসলাম বিশ্ব মানবতার মুক্তির জন্য সারা দুনিয়ার মজলুম মানুষের সাথে কাজ করছে। ১৯৭৭ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে ইসলামী সমাজ বিনির্মাণে ছাত্রশিবির কাজ করছে। আমরা সকল ছাত্রসমাজকে ইসলামের সুমহান ছায়াতলে আসার আহবান করছি।
তিনি শুক্রবার সকাল ১১টায় ওসমানীনগর উপজেলার তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ওসমানীনগর উপজেলা উত্তর শাখা শিবিরের সভাপতি লতিফুর রহমান এর সভাপতিত্বে ও তাজপুর ডিগ্রী কলেজ সভাপতি তোফায়েল আহমদ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি আনহার আহমদ, সিলেট জেলা পশ্চিম শাখার কলেজ ও প্রকাশনা সম্পাদক আহমদ আমিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা উত্তর শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান ফাহিম, তাজপুর ইউনিয়ন সভাপতি মাহিন আহমদ, উমরপুর ইউনিয়ন সভাপতি খায়রুল হান্নান তারেক, উসমানপুর ইউনিয়ন সভাপতি সাইফুর রহমান নাঈম। উপস্থিত ছিলেন- ছাত্রনেতা তানভীর হুসেন আদিল, রকিবুল ইসলাম, মাহিম আহমদ ও সিদ্দিকুর রহমান প্রমূখ।