মৌলভীবাজারে আন্তঃধর্মীয় সম্প্রীতি কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৬:২৫:৫৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্প্রসারণে ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধির লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মৌলভীবাজার শহরের একটি অভিজাত হোটলের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল অ্যান্ড আরবান পুর্স পার্টনার ফর সোস্যাল অ্যাডভান্সমেন্ট (রূপসা) আয়োজনে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনিস্টটিউট (আইআরআই) ও ইউএসএআইডির সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রূপসার নির্বাহী পরিচালক হিরন্ময় ম-লের সভাপতিত্বে রূপসার প্রোগ্রাম পরিচালক শেখ মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শাহ বন্দর জামে মসজিদের ইমাম ডা. মাওলানা মো: মইন উদ্দীন, মৌলভীবাজার টাউন কামিন মাদ্রাসার উপাধ্যক্ষ মো: আমিনুল ইসলাম, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ মৌলভীবাজারের সহ-সভাপতি এড. আসিত রঞ্জন ভট্টাচার্য, শ্রীমঙ্গলের ব্যাপটিস্ট গির্জার যাজক জন ব্রাইট গাজী।
আরোও উপস্থিত ছিলেন- রুপসা অনুষ্ঠানটির কর্মকর্তা অভিজিৎ ব্যাপারি, অনুষ্ঠানের সহকারী কর্মকর্তা পূজা রানী বিশ্বাস সহ আরো অন্যান্য। কর্মশালায় রূপসার প্রোগ্রাম অফিসার সুমি খাতুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন।