রাসূল (সাঃ) এর আদর্শ ভিত্তিক সমাজ গঠনই জামায়াতের লক্ষ্য : ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৬:২৭:২১ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার মুক্তিসনদ মহাগ্রন্থ আল কোরআনের বাস্তব নমুনা ছিলেন আল্লাহর রাসূল (সাঃ)। কুরআনে আল্লাহ পাক রাসুল (সাঃ) সম্পর্কে বলেছেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। জামায়াত আল্লাহর বিধান অনুসরণ ও রাসুল (সাঃ) এর আদর্শকে ধারণ করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে কাজ করছে।
তিনি শুক্রবার রাতে নগরীর টুকেরবাজার এলাকায় সিলেট মহানগরীর ৩৯নং ওয়ার্ড জামায়াত আয়োজিত সীরাত মাহফিল ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফখরুল ইসলাম আরো বলেন, রাসুল (সাঃ) তৎকালীন সমাজের অশিক্ষিত, বেদুইন জাতির কাছে আল্লাহর পক্ষ থেকে মহান আদর্শ নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তাঁর উপর যে বিধান নাযিল হয়েছিল, সেই বিধান ছিলো পবিত্র আল কোরআন। সেই কোরআনের আলো দিয়ে তিনি সেই অন্ধকার যুগের সকল অন্ধকারকে দুর করে আলোকোজ্জ্বল করে তুলেছিলেন। তিনি বলেন, আমাদের সমাজে ঘুষ, দুর্নীতি, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, নিপীড়ন ও দখলবাজি সীমা ছাড়িয়ে গিয়েছিল। দেশের মানুষের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছিল। শিক্ষাব্যবস্থায় ধ্বংস করে দেয়া হয়েছিল। শিক্ষার নামে যেসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছিলো এর মধ্য দিয়ে আমাদের শিশু কিশোর চরিত্র নষ্ট করা দেয়ার ব্যবস্থা করা হয়েছিল। আল্লাহ আমাদের ওপর রহম করেছেন। জাতির ওপর থেকে জগদ্দল পাথরের বোঝা সরিয়ে দিয়েছেন।
৩৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ফয়সল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি সাব্বির আহমদের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুস সালাম আল মাদানী। মাহফিলে বিশেষ অতিথিব হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মাওলানা মতিউর রহমান, সিলেট মহানগর জামায়াতের মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য মুফতী মাওলানা আলী হায়দার, জালালাবাদ থানার আমীর ক্বারী মাওলানা আলা উদ্দিন ও সিলেট সদর উপজেলা জামায়াতের আমীর নাজির আহমদ। বিজ্ঞপ্তি