ফেনীর পরশুরামে সিলেট মিলেনিয়াম ব্যাচের অর্থ সহায়তা
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৬:৪৩:৩৮ অপরাহ্ন
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় প্রতিবছর পাহাড়ি ঢলের পানিতে বন্যা হলেও ১৯৮৮ সালের পর এ ধরনের ভয়াবহ বন্যা আর হয়নি। প্রায় প্রতিটি বাড়ি ও বসতঘরে বন্যার পানি ঢুকে পড়েছিলো। পানি কমলেও ক্ষত চিহ্ন চোখে পড়েছে। বন্যা কবলিত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি শনিবার দুপুরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর পরশুরামে সিলেট মিলেনিয়াম (এসএসসি-এইচএসসি) ব্যাচের পক্ষ থেকে ঘর-সংসার সংস্কারের জন্য সহায়তা এবং ক্ষতিগ্রস্তদের মাঝে এককালীন নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ফ্রেন্ডস ক্লাব ইউকে ২০০০ ও মির্জা হুমায়ুন কবীর জনির ব্যবস্থাপনা এবং মুহাম্মাদ মাজহারুল হক ও মাওলানা সাদ্দাম হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মিলেনিয়াম ব্যাচের দায়িত্বশীল সদস্য আমজাদ চৌধুরী রাশেদ, আব্দুল্লাহ আল মাহমুদ, চৌধুরী তৌহিদ হাসিব, মিলু চৌধুরী, তানজিলুর রহমান নবীন, সাদিক আহমদ, জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর হেলাল আহমদ, ফেনীর তরুণ ব্যবসায়ী শহীদুল ইসলাম ও তাফসীর টিভির কর্ণধার আবু তালেব রুবেল।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- পরশুরামের আলেমেদ্বীন মাওলানা আবদুল হালিম, মাওলানা ইয়াকুব মজুমদার, কফিল উদ্দিন, মোহাম্মদ মিরাজ, মাওলানা আইয়ূব আলী, মোহাম্মদ হালিম, মাওলানা সামসুল ইসলাম, মাওলানা আবদুল কাদের ও মোহাম্মদ ইফাজ। বিজ্ঞপ্তি