কোতোয়ালি থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের সিরাত মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৬:৪৪:৫৭ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সাবেক সিলেট মহানগর সভাপতি মাওলানা সোহেল বলেছেন- মানবতার মুক্তিদুত মহানবী (সাঃ) এর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। নবী (সাঃ) ছিলেন কুরআনের বাস্তব প্রতিচ্ছবি। আল্লাহর পবিত্র কুরআন ও নবীজী (সাঃ) এর সুন্নাহ অনুসরণের মধ্যে মুসলমানদের ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ নিহিত রয়েছে।
তিনি শুক্রবার রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের আওতাধিন ট্রেড ইউনিয়ন থানা-২-এর কোতোয়ালি থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়ন আয়োজিত সিরাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কোতোয়ালি থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন বাদলের সভাপতিত্বে ও সহ-সভাপতি সোহেল আহমদ হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠিত সিরাত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, মহানগর সহ-সভাপতি আব্দুল্লাহ আল ফারুক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কোতোয়ালী থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেন, অর্থ সম্পাদক আব্দুর রহমান, শ্রমিক নেতা ইয়াসিন সরদার, ইওর হোসেন, রাজিব মৃধা, আসাদুল হক, মাহবুব হাওলাদার ও মাজহারুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি