সুনামগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৪:২১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে পানিতে ডুবে পৃথক দুটি স্থানে দুই শিশু মারা গেছে। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও গ্রামে ডুবার পানিতে দেড় বছর বয়সী তোয়ামনি নামে এক শিশু মারা গেছে। সে গোলগাঁও গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
অপরদিকে, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর গ্রামে বেলা ১১টার দিকে তাসপিয়া আক্তার (৭) নামে এক শিশু বাড়ির সামনের ডুবার পানিতে মারা গেছে। সে সাতুর গ্রামের হবি রহমানের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে বাড়ির সামনে খেলতে গিয়ে ডুবার পানিতে পড়ে মারা যায় বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও গ্রামের দেড় বছর বয়সী শিশু তোয়ামনি। অপরদিকে সকাল ১১ টার দিকে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর গ্রামে শিশু তাসফিয়া তাঁর মাকে পাশের বাড়িতে খোঁজতে গিয়ে বাড়ির সামনের ডুবার পানিতে পড়ে মারা যায় সে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ঘটনাস্থলে আমি ফোর্স পাঠিয়ে ছিলাম। দুই শিশু দুটি স্থানে পৃথকভাবে পানিতে ডুবে মারা গেছে।