ওসমানীনগরে অগ্নিকান্ডে ৯ গবাদিপশু পুড়ে ছাই
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৮:৫৫ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে গভীর রাতে অগ্নিকান্ডে এক কৃষকের ৭টি গরু ও ২টি ভেড়া পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। এতে প্রায় সাড়ে চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টায় উপজেলার সাদিপুর ইউনিয়নের লামা গাভুরটিকি গ্রামের নির্মল সূত্রধরের বাড়ীতে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের লামা গাভুরটিকি গ্রামের নির্মল সূত্রধরের গোয়ালঘরে রাত সাড়ে ৩টায় আগুন লাগে। নির্মল সূত্রধরের শোর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্ত ততক্ষণে গোয়ালঘরে থাকা ৭টি গরু ও ২টি ভেড়া পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। কৃষক নির্মল সুত্রধর জানান, আমি একজন কৃষক। আমার ৯টি পশু পুড়ে ছাই হয়ে গেছে। পশুগুলো হারিয়ে এখন আমি অসহায়।
তাজপুর ফায়ার স্টেশনের ম্যানেজার অপু মিয়া বলেন, অগ্নিকান্ডের ঘটনায় আমাদেরকে কেউ জানায়নি। সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদের প্রায় সাড়ে চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।