সিলেটে বিএনপির সমাবেশ আজ : প্রধান অতিথি মির্জা আব্বাস
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৫:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বিগত আওয়ামী সরকারের শাসনামলে বিএনপির সমাবেশ মানেই বাঁধা, পরিবহন ধর্মঘট, হামলা-মামলা ও গণগ্রেফতার। গত ১৫ বছরে এই দৃশ্য ছিল নিত্যনৈমত্তিক। এবারই প্রথম সিলেটে বাঁধাহীন সমাবেশ ও র্যালীর আয়োজন করতে যাচ্ছে বিএনপি। কয়েক লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে একাট্টা সিলেট বিএনপি।
‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) সিলেট মহানগরীতে সমাবেশ ও র্যালীর আয়োজন করছে সিলেট বিভাগ বিএনপি। বিকেল ২টার দিকে নগরীতে বিশাল র্যালী শেষে সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন করছে দলটি।
ইতোমধ্যে কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। র্যালী ও সমাবেশে নেতাকর্মীদের বিশাল শোডাউন দিতে চায় বিএনপি।দলীয় সূত্র জানা গেছে, সমাবেশ সফল করতে সিলেট শহরজুড়ে ৬টি টিম মাইকযোগে প্রচারণা চলাচ্ছে। এছাড়াও বিভাগের ৪টি জেলা, প্রতিটি উপজেলা, মহানগরীর ওয়ার্ডে-ওয়ার্ডে প্রস্তুতি সভা করেছেন দলটির নেতারা। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সিলেট জেলা ও মহানগরের দায়িত্বশীলরা কর্মসূচী সফলে বিরামহীনভাবে কাজ করছেন।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে একাধিক কেন্দ্রীয় নেতা বক্তব্য রাখবেন। এদিকে কর্মসূচী সফলে প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলা ও মহানগর বিএনপি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় সভায় ১৫ সেপ্টেম্বরের আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে র্যালি-সমাবেশ সফল করতে নানা পরিকল্পনা গ্রহন করা হয়।
এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস জাতিসংঘ কর্তৃক ২০০৭ সাল থেকে সদস্যভূক্ত দেশগুলোতে গনতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করার জন্য প্রচলিত একটি বিশেষ দিন, যা প্রতি বছর ১৫ সেপ্টেম্বর’তারিখে পালিত হয়।
তিনি জানান, বিশ্ব গণতন্ত্র দিবসে সিলেটের গণতন্ত্র দিবসের র্যালি ও সমাবেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে। তিনি সিলেটবাসীকে সঙ্গে নিয়ে বিএনপি নেতাকর্মীদের গণতন্ত্র দিবসের র্যালি ও সমাবেশ সফল করার আহ্বান জানান।
বিভাগীয় সমাবেশ ও র্যালীর প্রস্তুতির ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি.কে গৌছ দৈনিক জালালাবাদকে বলেন, বিগত সময়ে আমাদেরকে শান্তিপূর্ণ কর্মসূচী পালন করতে দেয়া হয়নি। ফ্যাসিবাদী সরকারের জুলুম উপেক্ষা করে সকল কর্মসূচীতে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবার সিলেটে প্রথম বারের মতো বাঁধাহীন সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। সেই লক্ষ্যে বিভাগের ৪টি জেলা ও সিলেট মহানগর, সকল উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ হয়েছে। আমাদের বিশ্বাস সিলেটে আজকের সমাবেশ ঘিরে ইতিহাস সৃষ্টি হবে। কয়েক লক্ষাধিক নেতাকর্মী সমাবেশে যোগ দিবেন।
তিনি বলেন, আমরা আলিয়া মাদ্রাসা মাঠে জমায়েত হবো। এরপর বেলা ২টায় আলিয়া মাঠ থেকে র্যালী শুরু হবে। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর ঐতিহাসিক রেজিস্টারী মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে র্যালীটি সমাপ্ত হবে।