ছাতকে বিএনপির মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৬:০৮:৩৯ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, দীর্ঘ ১৬ বছর পর দেশবাসীর উপর থেকে যেন একটি চাপা দেয়া পাথর অপসারণ করা হয়েছে। দেশের মানুষ তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে আজ এ দেশের মানুষ বন্দীদশা থেকে মুক্তি পেয়েছেন। তিনি আন্দোলনে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত হাজার-হাজার ছাত্র-জনতার সুস্থতা কামনা করেন।
শনিবার ছাতকের দোলারবাজার, দক্ষিণ খুরমা এবং জাউয়াবাজার ইউনিয়নে বিএনপি আয়োজিত পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দোলারবাজার ইউনিয়নের জটি গ্রামের প্রবাসী লিটু মিয়ার বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়জুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোমিনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মাষ্টার ফজলুল করিম বকুল, অধ্যাপক শফিকুল ইসলাম মতি, জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক রুহুল আমিন, জেলা বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ছায়াদ উজ জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, জেলা বিএনপির সহ শিল্প বিষয়ক সম্পাদক কয়েছ আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, কৃষকদলের আহবায়ক মনির উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য আতাউর রহমান এমরান, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, বিএনপি নেতা নুরুল হক, আব্দুল হাই লিপু, আফরোজ মিয়া, মনির উদ্দিন, ক্বারী আছকির আলী, নিজাম উদ্দিন, আনজব আলী, নিয়ামত উল্লাহ, দিল হোসেন মেম্বার, আজিজুর রহমান, তাজ উদ্দিন, গোলাম কিবরিয়া, জিয়াউর রহমান, মুহিবুর রহমান, সুহেল আহমদ, আসাদুজ্জামান, আব্দুস শহিদ শিপলু, কামরুল হাসান, আব্দুল মতিন, জামাল উদ্দিন, আব্দুল তাহিদ, আব্দুর রহিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহবুব আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমদাদুর রহমান ইমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ ফয়ছল, সিলেট জেলা ছাত্রদলের সদস্য অলিউর রহমান মাহবুব, মহানগর ছাত্রদলের সদস্য মুহিবুর রহমান মারজান, ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমেদ, আব্দুল্লাহ সাদু, রেদোয়ান আহমদ ও বদরুল আহমদ প্রমুখ।