ওসমানীনগরে ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৬:২৪:০০ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় ওসমানীনগরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টায় উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের মোতিয়ারগাঁও গ্রামের মিলন চৌধুরীর বাড়ীতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন-ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সাধারণসম্পাদক মাজহারুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ জমির হোসেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য শাহিন আলী, উপজেলা বিএনপি নেতা কামরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মন্নান বক্স, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক রেজয়ানুর রহমান রেজন, ওয়ার্ড বিএনপির সভাপতি সমছু মিয়া, সহ সভাপতি বাছন মিয়া, সহ সভাপতি উস্তার আলী, ওয়ার্ড বিএনপিরযুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক এহিয়া রহমান, প্রচার সম্পাদক ইজাদ আলী, ইউপি যুবদলের সহ সভাপতি আমির আলী, সাংগঠনিক সম্পাদক ওয়েছ আহমদ প্রমুখ। মাহফিলে মিলাদ ও দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব মাওলানা আহমদ আলী।