পায়রা সমাজকল্যাণ সংঘের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৬:২৮:৪৯ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি, পেশা ও সামাজিক সংগঠনের মধ্যে শান্তি-শৃঙ্খলা, সৌহার্দ ও সম্প্রীতি রক্ষায় পায়রা সমাজকল্যাণ সংঘের মতবিনিময় সভা শনিবার রাতে নগরীর দরগাহ মহল্লাস্থ মুহিবুর রহমান একাডেমীর হল রুমে অনুষ্ঠিত হয়।
হযরত শাহজালাল (রহ.) এর মোতাওয়াল্লী সরেকওম ফতেহ উল্লাহ আল আমান এর সভাপতিত্বে এবং পায়রা সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান দুদু ও সদস্য আনোয়ার হোসেইনের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পায়রা সমাজ কল্যাণ সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুম, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আহমদ, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সংঘের কোষাধ্যক্ষ নিয়াজ মোঃ আজিজুল করিম, শাহজালাল রহ: খাদেম মুফতি বদরুন নূর সায়েক, শাহজালাল (রহ:) দরগাহবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা জাহিদ উদ্দিন আহমদ কোরেইশী, ভারপ্রাপ্ত সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সহ সভাপতি লুৎফুর রহমান লিলু, সহ সাধারণ সম্পাদক হেলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মোঃ মাহবুব, আইন বিষয়ক সম্পাদক সাজিদুর রহমান, সদস্য এ.এস.এম মুর্শেদ আহমদ টিপু, রাজারগলি সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা তৈয়বুর রহমান নানু, নূরজাহান মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক এম.এ আজিজ, মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোতোয়ালী পশ্চিম থানার আমীর মাওলানা আজিজুল ইসলাম, ১নং ওয়ার্ড জামায়াত সভাপতি মোঃ মাজহারুল ইসলাম, সহ সেক্রেটারী কামরুজ্জামান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, সহ সভাপতি সৈয়দ রাজন আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল মুনতাশির চৌধুরী, প্রচার সম্পাদক শাহীন আহমদ, ওয়েভস সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি, যুব সংগঠক আফিকুর রহমান আফিক, চন্দ্রিমা সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহসিন আলী, সিলেটস্থ চাঁদপুর সমিতির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মুন্সি, সমাজকর্মী মুফতি কমর উদ্দিন কামু প্রমুখ। বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রূহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি