নোয়াখালীর সেনবাগে সিলেট মিলেনিয়াম ব্যাচের অর্থ সহায়তা
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩৭:০০ অপরাহ্ন
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, বন্যা পরিস্থিতির অবনতিতে দুর্ভোগে নোয়াখালীবাসী। কয়েকদিন বৃষ্টি বন্ধ থাকায় পানি কমে গিয়েছিলো। নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। পানি কমার কারণে যারা বাড়ি ফিরে গিয়েছিলেন, তারা নতুন করে সংকটে পড়েছেন। এমতাবস্থায় সংকট উত্তরণে সবাইকে এগিয়ে আসা উচিৎ।
তিনি শনিবার বিকেলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিদর্শন ও সিলেট মিলেনিয়াম ব্যাচের পক্ষ থেকে ঘর-সংসার সংস্কারের জন্য সহায়তা এবং ক্ষতিগ্রস্তদের মাঝে এককালীন নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ফ্রেন্ডস ক্লাব ইউকে-২০০০ ও মির্জা হুমায়ুন কবীর জনির ব্যবস্থাপনায়, আব্দুল্লাহ আল মাহমুদ ও আব্দুল হাকীমের পরিচালনায় ছাতারপাইয়া বাজারে আয়োজিত অর্থ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-সিলেট মিলেনিয়াম ব্যাচের দায়িত্বশীল সদস্য মুহাম্মাদ মাজহারুল হক, আমজাদ চৌধুরী রাশেদ, চৌধুরী তৌহিদ হাসিব, মিলু চৌধুরী, তানজিলুর রহমান নবীন, সাদিক আহমদ, জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর হেলাল আহমদ ও আব্দুল্লাহ আল মুহিত আরজু।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আলেমেদ্বীন মাওলানা জামাল উদ্দীন, ব্যবসায়ী শহীদ নূর টিপু, দলিলুর রহমান, হাফিজ একরাম হোসাইন, মাওলানা নুরুল ইসলাম ও মোহাম্মদ জাবেদ মজুমদার। বিজ্ঞপ্তি