২৮১ বোতল ফেনসিডিল উদ্ধার : আটক ৪
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৪:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে ৩ নারীসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৯)। শনিবার সিলেট জেলার ওসমানীনগর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ মশিহুর রহমান সোহেল বলেন, র্যাব-৯, সিপিএসসি এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগরে অভিযান চালিয়ে ৩ জন নারীসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো- কিশোরগঞ্জের ভৈরবের কমলপুর গ্রামের মৃত মদ্দিস মিয়ার ছেলে শরিফুল আলম (২৬), চন্ডিবাড়ী গ্রামের মৃত সোনা মিয়ার মেয়ে মোছা. আলিয়া খাতুন (৩৮), মিরারচর গ্রামের হারিস মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩৫), ও ভৈরব গ্রামের মৃত কুদ্দুস মিয়ার স্ত্রী হালিমা (৬৫)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।