সিলেটের সরকারি কর্মকর্তাদের মাসিক প্রতিবেদন চান ডিসি
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৭:১৪:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের প্রত্যেক মাসের পাঁচ তারিখের মধ্যে তুলনামূলক প্রতিবেদন দিতে হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
তিনি রোববার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভায় এ কথা জানান।তিনি বলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কাজের সমন্বয়ের মাধ্যমে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখা জেলা প্রশাসনের প্রধান কাজ। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে মন্ত্রিপরিষদের নির্দেশনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের কাজে সার্বিক সহায়তা করতে হবে। এছাড়াও সবধরনের দুর্নীতি প্রতিরোধ করে আন্তরিকতার সাথে নিজ নিজ দপ্তরের কাজ করতে হবে।
সভায় সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।