স্ত্রী ও দুই সন্তান হারানো রথীন্দ্র দাসের বাড়িতে এড: শিশির মনির
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫০:২৪ অপরাহ্ন
শাল্লা প্রতিনিধি: গত বছরের ১৯ জুন বানের পানিতে দুই সন্তান ও স্ত্রী হারানো শাসখাই বাজারের রথীন্দ্র দাসের বাড়িতে গিয়ে তার সার্বিক খোঁজখবর নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এডভোকেট শিশির মনির।
রোববার সকাল ১০টায় উপজেলা সদর থেকে নৌকাযোগে রথীন্দ্র দাসের বাড়িতে যান তিনি। এসময় রথীন্দ্র দাসের হাতে আর্থিক সহযোগিতা হিসেবে নগদ ১০ হাজার টাকা তুলে দেন শিশির মনির। এ সময় তিনি বলেন-একসাথে ২ সন্তানসহ স্ত্রী হারানো এটা জীবনের বড় ট্র্যাজেডি। এত বড় ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব নয়। তার পরেও মহান আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে। এসময় তিনি সান্তনা দেন এবং তার যে কোন প্রয়োজনে পাশে থাকার আশ্বস্ত করেন।
সেখান থেকে শাসখাই বাজারে উপস্থিত জনতার উদ্দেশ্যে শিশির মনির বলেন, আমাদের সবাইকে মিলেমিশে সমাজের হতদরিদ্রদের জন্য কাজ করতে হবে। আমাদের সমাজকে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে। বক্তব্য দিয়ে সম্পর্ক তৈরি করা যায় না। মানুষের সাথে মিশতে হবে। মানুষের সাথে মিশতে পারলেই সুসম্পর্ক তৈরি হবে। এখানে ধর্ম-বর্ণের মধ্যে পার্থক্য খুঁজলে চলবে না। কেউ যদি ধর্ম মানে সে অন্যের সাথে কখনো প্রতারণা করতে পারে না।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১৯ জুন দুই সন্তান নিয়ে শাল্লা সদরে আসার পথে শাল্লা ব্রিজ সংলগ্ন তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় রথীন্দ্র দাসের স্ত্রী ও দুই শিশু বাচ্চা। তারা হলেন, উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের অন্তর্গত বিলপুর গ্রামের রথীন্দ্র দাসের স্ত্রী দূর্লভ রানী দাস (৩০), তার মেয়ে জবা রাণী দাস (৭) ও ছেলে বিজয় দাস (৫)। পরে এলাকাবাসী, পুলিশ ও ফায়ারসার্ভিসের সহযোগিতায় পৃথক পৃথকভাবে তাদের লাশ উদ্ধার করা হয়।