বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভা
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৮:০১:৪১ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের স্থানীয় উপদেষ্টা কমিটির এক সভা শনিবার সন্ধ্যায় ট্রাস্টের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের উপদেষ্টা কমিটির সদস্য ও বিশ্বনাথ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হকের সভাপতিত্বে ও স্থানীয় উপদেষ্টা কমিটির কো-অর্ডিনেটর নিশি কান্ত পালের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গোলজার খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টের স্থানীয় উপদেষ্টা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, শিক্ষানুরাগী হোসাইন আহমদ শাহিন। এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী শানুর আলী, শিক্ষাবীদ আলী আফছর চৌধুরী, সিরাজ আলী, সংগঠক নাছির উদ্দিন, জালাল উদ্দিন, সাব্বির আহমদ, ট্রাস্টের অফিস সহকারী আল-আমিন প্রমুখ।
সভায় বিশ্বনাথের শিক্ষার অগ্রগতিসহ ট্রাস্টের বিভিন্ন দিক নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এছাড়া শিক্ষাক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন মূলক প্রজেক্ট বাস্তবায়নের প্রস্তাব প্রেরণ করার অনুরোধ জানানো হয়।