বারহাল ছাত্র পরিষদের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৮:০২:২০ অপরাহ্ন
বারহাল ছাত্র পরিষদের উদ্যোগে ও শাহ মো: ফয়ছল চৌধুরী শিক্ষা ট্রাস্টের আর্থিক সহযোগিতায় এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শনিবার বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়েছে।
বারহাল ছাত্র পরিষদের বর্তমান সভাপতি গুলজার রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিব (ভারপ্রাপ্ত) চৌধুরী মামুন আকবর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ড. মো: দিদার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাল ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজাদ উদ্দিন, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ চৌধুরী, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ, বারহাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালিক আহমদ, বারহাল ছাত্র পরিষদের উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী, ফয়জুল ইসলাম চৌধুরী, ড. এম এস ইকবাল ছদিওল, ইসতিয়াক আজিম চৌধুরী জনি, সাংবাদিক এখলাছুর রহমান, বারহাল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাদিক আহমদ তাপাদার, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছদিওল হোসাইন, পৃষ্ঠপোষক সাইফুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি