দেওয়ানবাজার ইউনিয়ন জামায়াতের সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৮:৩৮:২৯ অপরাহ্ন
বালাগঞ্জ সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট অঞ্চলের টিম সদস্য, সিলেট মহানগর শাখার সাবেক নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন বলেছেন, স্বাধীনতার ৫৩ বছরেও দেশবাসী শান্তির ছোঁয়া পায়নি। শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা, জিয়াউর রহমানের সবুজ বাংলা আর এরশাদের নতুন বাংলা শ্লোগানেই থেকে গেছে, বাস্তবায়ন হয়নি। তিনি বলেন- গণতন্ত্র, সমাজতন্ত্রের পরীক্ষা হয়ে গেছে, এখন ইসলামী আদর্শের সমাজ গড়ার সময় এসে গেছে। ইসলামী সমাজ ব্যবস্থার মাধ্যমে দেশের উন্নয়ন আর সমৃদ্ধি নিশ্চিত করতে হবে।তিনি শনিবার বিকালে বালাগঞ্জের মোরারবাজারে উপজেলার দেওয়ানবাজার ও পশ্চিম গৌরীপুর ইউনিয়ন জামায়াতের যৌথ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন সম্মেলনে সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন জামায়াতের আমির হাফিজ কুতুব উদ্দিন আহমদ। বালাগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মুহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণ শাখার নায়েবে আমীর, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সিলেট জেলা দক্ষিণ শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল কাইয়ুম, বালাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ডা. আব্দুল জলিল, দেওয়ানবাজার ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর আছরারুর রহমান, সাবেক সভাপতি ডা. নাসির উদ্দিন, বালাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারি প্রিন্সিপাল মো. আমির আলী, স্থানীয় জামায়াত নেতা আশরাফুর রহমান, ডা. আবু হানিফা, আব্দুল কুদ্দুস, ডা. আবুল কালাম, আহমদ আলী, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, হাফিজ মামুনুর রশিদ, কুতুব উদ্দিন, জুবায়ের আহমদ, শিপার আহমদ, অলিউর রহমান, ফরহাদ আহমদ, সামস উদ্দিন, হাবিবুর রহমান চুনু, আফজল খান,ইজার আলী, আব্দুল মালেক, হাফিজ আব্দুর রহমান নোমান, জুনেদ আহমদ খান, সুলতান আহমদ, ছাত্রশিবির বালাগঞ্জ উপজেলা উত্তর শাখার সভাপতি তাহসিন আহমদ প্রমুখ।
সম্মেলনে ইসলামী সংগীত পরিবেশন করেন পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার আল-ফালাহ সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ।