কুলাউড়ায় কৃষকদের ধানের চারা বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৯:০১:৩১ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করা হয়েছে। রোববার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ চারা বিতরণ করা হয়।
ফেডারেশনের জেলা সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন শাহের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিনের পরিচালনায় বিতরণীতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার শাহেদ আলী।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলার উপদেষ্টা জাকির হোসেন, সহসভাপতি আবুল কাশেম আজাদ ও সুলতান আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক দিদার হোসাইন, টিলাগাঁও ইউনিয়নের উপদেষ্টা সৈয়দ আফজাল হোসেন প্রমুখ।