শহীদদের পবিত্র রক্তের এই দেশে আগামীর নেতৃত্ব তৈরী হবেঃ বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৯:০৫:৫২ অপরাহ্ন
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, ২৪ সালের এই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীরা নিজিদের রক্ত বিলিয়ে দিয়েছে এই নতুন এই দেশ গঠনের জন্য। শহীদদের পবিত্র রক্তের এই দেশে আগামীর নেতৃত্ব তৈরী হবে আজকের নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে। আজকের শিক্ষার্থীরা আগামীর স্ব-নির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়বে এবং দেশ পরিচালনায় দায়িত্বশীল ভূমিকা রাখবে। তাই দেশের সেবায় নিয়োজিত হতে শিক্ষার্থীদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। যেখানে ছাত্র-শিক্ষক উভয়ের মাঝে দায়িত্বশীল সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের পাশাপাশি পরিবারিক আদর্শে নিজেকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে।
রোববার মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজের উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, ভর্তি কমিটির আহবায়ক ও বাংলা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আজির উদ্দীন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রহিমা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের ইংরেজী বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক পার্থ সারথি নাগ, ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক এনামুল হক চৌধুরী, বাংলা বিভাগের প্রভাষক আলমগীর হোসেন। কলেজ পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেন ভর্তি কমিটির সদস্য ও অর্থনীতি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোছাম্মৎ শাহানা বেগম। শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন মাইশা ইসলাম ও হালিমা আক্তার। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহসিনা মাহজাবিন চৌধুরী, গীতা পাঠ করেন প্রিয়ন্তি সাহা। কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রদান করেন অধ্যক্ষ এবং অতিথিদের এবং নবীন শিক্ষাথীদের ফুলের শুভেচ্ছা জানান সিনিয়র শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি