ওমর ফারুক (রা.) একাডেমীতে সিরাতুন নবী মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৪:৫১:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বিশ্বনাথ উপজেলার আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান ওমর ফারুক (রা.) একাডেমীতে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আজ ১৬ আগষ্ট সোমবার সকালে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মুকতাবিস উন নূর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে
প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিশ্বনাথ ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ সিরাজুল হক।
এতে নবী জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মরতুজা আলী, সহকারী প্রধান শিক্ষক সাখাওয়াত হোসন, শিক্ষক মাসুক আহমদ ও রফিকুল ইসলাম।
শিক্ষার্থী তাহমিদুল হক এর কোরআন তেলাওয়াততের পর শিক্ষকদের মধ্য থেকে মো. আব্দুল ওয়াদুদ ও শিক্ষার্থীদের পক্ষ মারজান আহমদ ও ফাতেমা আক্তার হামদ- নাত পরিবেশন করেন।
বক্তব্য শেষে মহানবী (সা.) জীবনভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।