গোলাপগঞ্জে ইয়াবাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪:৩৯ অপরাহ্ন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে চোলাই মদ ও ইয়াবাসহ জিলা মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। রোববার শেষরাতে তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয় তাকে। আটক জিলা মিয়া উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণ মাসুরা গ্রামের মৃত সহির আলীর ছেলে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে গোলাপগঞ্জ মডেল থানায় এক প্রেস বিফ্রিংয়ে থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, রোববার রাতের অভিযানে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা এবং একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর ০৯ (নয়) লিটার চোলাই মদ সহ জিলা মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় পৃথক আরেক অভিযানে অস্ত্র সহ আরেকজন’কে আটক করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা নং-১৬, তাং-১৬/০৯/২০২৪ ইং দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।