নানকের পালিয়ে যাওয়ার গুঞ্জনে জুড়ী সীমান্তে তল্লাশী
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭:১৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : মৌলভীবাজারের জুড়ি সীমান্ত দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জনে সীমান্ত এলাকায় পাহাড়া-তল্লাশী চালিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা। এসময় ছাত্র-জনতার সঙ্গে পুলিশও অিভিযান চালিয়েছে বলে জানা গেছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে জেলার জুড়ি উপজেলার সীমান্ত এলাকায় এই তল্লাশী চালানো হয়। এর আগে সোমবার দুপুর থেকে জুড়ি সীমান্ত দিয়ে জাহাঙ্গীর কবির নানক দেশ ছেড়ে পালানোর খবর ছড়িয়ে পড়ে।
স্থানীয় এক সাংবাদিক গণমাধ্যমকে বলেন, দুপুরে তারা খবর পান জুড়ি শহরের গরুর বাজার এলাকার ঢাকা ইলেকট্রনিক্সের মালিক সাজিদের বাসায় রয়েছেন নানক। এরপর সেখানে খোঁজ নেওয়া হয়, পুলিশও তল্লাশি চালায়। কিন্তু তাকে পাওয়া যায়নি। এরপর বিকেলে ফুলতলা ইউনিয়নের বটুলি সীমান্ত এলাকায় পুলিশ এবং স্থানীয় জনতা তল্লাশি চালায়। তবে সেখানেও পাওয়া যায়নি নানককে।
মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন জানান, নানকের পালিয়ে যাওয়ার যে খবর ছড়িয়েছে তা ভূয়া। এর সত্যতা পাওয়া যায়নি।