শিক্ষার্থীদের চরিত্রবান হয়ে উঠতে হবে : সেলিম উদ্দিন
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩৬:১৪ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, বিশ্ব মানবতার জন্য রহমত হিসেবে আল্লাহতায়ালা রাসূল (সা:) কে পাঠিয়েছেন। ইসলামকে উপলব্ধি করতে হলে, কুরআনকে উপলব্ধি করতে হবে, ইসলামী আন্দোলনকে বুঝতে হলে কুরআন অধ্যয়নের পাশাপাশি রাসূল (সা:) এর সিরাত অধ্যয়ন করতে হবে। এর কোনো বিকল্প নেই। কুরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য রাসূল (সা:) এর সিরাত অনুধাবন করতে হবে এবং সেভাবে নিজের জীবনকে সাজাতে হবে।
বিগত আন্দোলনে শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, শিক্ষার্থীদের আগামীর দিনের নেতৃত্বে আসতে মেধা-মননের পাশাপাশি সৎ ও চরিত্রবান হয়ে উঠতে হবে। তাহলে এ বাংলাদেশ উন্নতির শীর্ষে পৌঁছবে।
সোমবার সকালে বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল, বার্ষিক তামাদ্দুনিক সপ্তাহের পুরস্কার বিতরণ ও নাতে রাসূল পরিবেশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রিন্সিপাল মো. রুকন উদ্দিন ও সহকারী শিক্ষক হাসানুল বান্না জনির যৌথ সঞ্চালনায় এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল খয়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার জিলালুল কোরআন সোসাইটির চেয়ারম্যান মাওলানা ফয়জুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মাওলানা শিব্বির আহমদ খান, লাউতা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ছাদ-উজ-জামান, মো. সাদিকুর রহমান ও শহিদ উদ্দিন, আবুল কাশেম, ইসলাম উদ্দিন, সাদিকুর রহমান খান, আলী হোসাইন, হাফিজ ময়নুল ইসলাম, আজমল হোসেন ও এনাম উদ্দিন, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাজু, সাংবাদিক সাকের আহমদ, তাহের আহমদ ও মোকাব্বির হোসেন প্রমুখ।
পরে বার্ষিক তামাদ্দুনিক সপ্তাহ প্রতিযোগিতায় ১০টি ইভেন্টের ৭৫জন বিজয়ী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।