কুলাউড়ায় ১৮ পরিবারে ঢেউটিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩৭:৩২ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘কুলাউড়া অ্যাসোসিয়েশন অব নিউজার্সি।’ সোমবার বিকেলে টিলাগাঁওয়ের বৈদ্যশাসন এলাকায় ঘরহারা ১৮টি পরিবারের মাঝে সংগঠনটির পক্ষ থেকে ঢেউটিন বিতরণ করা হয়।
‘মানবপ্রেমে খুলো যদি তোমার হৃদয় চোখ তবে, দূর হবে সব অসহায় মানুষের শোক’ প্রতিপাদ্যকে সামনে রেখে টিলাগাঁও ইউনিয়নের বন্যার্ত অসহায় মানুষের মাঝে এ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিঃস্ব সংস্থার পরিচালক ফজলে মওলা চৌধুরী ফুয়াদ।
টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, ব্যবসায়ী লুৎফুর রহমান, সমাজসেবক শফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল মালিক ফজলু, সমাজসেবক অঞ্জন দত্ত, নেস্ট প্ল্যান আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং কন্স্যুলেটেন্সি অ্যান্ড কনস্ট্রাকশনের ফাউন্ডার ইঞ্জিনিয়ার জাকিরুল ইসলাম প্রমুখ।
অতিথিরা বাংলাদেশের যেকোনো দুর্যোগে কুলাউড়া অ্যাসোসিয়েশন অব নিউজার্সির প্রবাসীদের উল্লেখযোগ্য অবদানের ভূয়সী প্রশংসা করেন।
এদিকে, বন্যার্ত মানুষের মাঝে সংগঠনের উপহার পৌঁছে দেওয়ায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি শেখ রাজা মিয়া তালুকদার ও সাধারণ সম্পাদক গোলাম মোদাব্বির চৌধুরী সোলেমান।