জুড়ীতে ঈদে মিলাদুন্নবী উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ৬:৪৪:৫৬ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া জুড়ী উপজেলা শাখা সোমবার সকালে জুড়ী শিশু পার্কে আলোচনা সভা, র্যালী, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে।
সংগঠনের সভাপতি এমরান হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামাদ পারভেজ-এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আলী রাব্বী রতন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জুড়ী শাখার সভাপতি মাওলানা আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ উদ্দিন, সহ-সভাপতি হাফিজ বদরুল ইসলাম, মাওলানা আনফর আলী, হাফিজ মোহাম্মদ আলী, লতিফিয়া ক্বারী সোসাইটি জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মাওলানা মইনুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জুড়ী শহর শাখার সভাপতি মাহবুবুল ইসলাম আয়াজ, সাধারণ সম্পাদক এম এ মকসুদ জুনেদ প্রমুখ।