কুলাউড়ায় বিএনপি নেতার কৃষি উপকরণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ৬:৪৮:২০ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নে বন্যার্ত কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
গত শনিবার কুলাউড়া ও টিলাগাঁও বিএনপির উদ্যোগে বাগৃহাল, ডরিতাজপুর ও পার্শ্ববর্তী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় কৃষকদের মধ্যে ১০ কেজি করে সার প্রদান করেন জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা।
ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. কেরামত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাংগঠনিক ও বন্যা ত্রাণ কমিটির আহ্বায়ক সুফিয়ান আহমেদ, সদস্য সচিব বদরুল হোসেন খান, শেখ শহিদুল ইসলাম, ইউপি সদস্য ছয়ফুল আহমদ ও আব্দুল মুকতাদির মনু, উপজেলা যুবদলের আহবায়ক জুবের খান, স্বেচ্ছাসেবক সম্পাদক সরোয়ার আলম বেলাল, প্রবাসী জুবায়ের আহমদ নেপুর, সুরমান আহমদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।