সুনামগঞ্জে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ৭:১০:৩৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪ টায় জেলা প্রশাসক সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, সুনামগঞ্জের বেকারত্ব দূর করতে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করা হবে। যাদুকাটা, ধুপাজান নদীতে চাঁদাবাজি বন্ধে পুলিশ সুপারের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। এ জেলায় টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষায় মন্ত্রণালয়ের সাথে কথা বলবো এবং গণমাধ্যমকর্মীদেরও সেই বিষয়ে সচেতনতা সৃষ্টি করা দরকার। পাশাপাশি শহরের যানজট নিরসনে বাসস্ট্যান্ড দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।