কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ৭:১৫:৫৮ অপরাহ্ন
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পশ্চিম কর্তৃক ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ এর উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার নগরীর একটি মিলনায়তনে বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পশ্চিমের চেয়ারম্যান নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফোরামের সিলেট জেলা পশ্চিমের ভাইস-চেয়ারম্যান আবু জুবায়ের। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পৃষ্ঠপোষক তোফায়েল আহমদ, ইয়াকুব আলী, মাহমুদ হাসান, আহমদ আমীম, আবু তাহের, নোমান হাসান, আমিনুর রশীদ ও মুজাহিদুল ইসলামসহ অন্যান্য স্কুল প্রতিনিধিবৃন্দ।
কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা আগামী ২ নভেম্বর ২০২৪ এ অনুষ্ঠিত হবে। এতে সিলেট জেলা পশ্চিমের অন্তর্ভূক্ত উপজেলাসমূহের (সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, উসমানীনগর, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, কোম্পানীগঞ্জ ও মোগলাবাজার থানা) যেকোনো স্কুল ও মাদরাসার ৫ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। রেজিস্ট্রেশন চলবে ২৪ অক্টোবর ২০২৪ পর্যন্ত। রেজিস্ট্রেশন করা যাবে অনলাইন (গুগল ফরম) এবং অফলাইন (স্কুল প্রতিনিধি) দুই মাধ্যমেই। বিজ্ঞপ্তি