দক্ষিণ সুরমায় শ্রমিক কল্যাণের সিরাত মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ৭:১৭:০২ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান বলেছেন, রাসুল (সা.) বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। পবিত্র কালামে হাকিমে আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, ‘আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতরূপে প্রেরণ করেছি।’ তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য একমাত্র আল্লাহর দাসত্ব ও রাসুল (সা.) এর প্রদর্শিত আদর্শকে সর্বান্তঃকরণে গ্রহণ করতে হবে।
সোমবার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের হাজরাই পয়েন্টে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মোল্লারগাঁও ইউনিয়ন শাখার উদ্যেগে আয়োজিত সীরাতুন্নবী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন সভাপতি আহমেদ মুসার সভাপতিত্বে ও নাসিম আহমেদ হিমুর পরিচালনায় সীরাত মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন ১নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ রাজু, মোল্লারগাঁও ইউনিয়নের প্রধান উপদেষ্টা আব্দুল কাইয়ুম সুজা, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট সিটির ২৮ নং ওয়ার্ড সভাপতি আলি হুসাইন। উপস্থিত ছিলেন মাইক্রোবাস হাজরাই স্ট্যান্ডের সভাপতি আফজল খান, মিফতা আহমদ, আকবর হোসেন, মোস্তাক আহমদ ও আমিনুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি