এক মামলায় জামিন বিচারপতি মানিকের : ‘হেলিকপ্টারে’ ঢাকায় স্থানান্তর
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৯:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জামিন পেয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ এই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে। এর প্রেক্ষিতে আদালতটির বিজ্ঞ বিচারক মানিককে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।
অপরদিকে, শামসুদ্দিন চৌধুরী মানিকের আইনজীবী আদালতে এই মামলায় জামিন আবেদন করলে সেটি মঞ্জুর করেন আদালত। সিলেট সদর কোর্ট ইন্সপেক্টর জমশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে দেশের বিভিন্ন স্থানে হত্যাসহ একাধিক মামলার পাঁচটিতে মানিককে গ্রেফতার দেখানো হয়েছে। পাশাপাশি তাকে ঢাকার আদালতে হাজির করার নির্দেশ দিয়ে কারাগারে পাঠানো হয় বলে জানান আদালত পরিদর্শক।
এদিকে তাঁকে মুক্তি না দিয়ে বিশেষ নিরাপত্তায় ঢাকা প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে তাকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানী ঢাকার তেজগাঁও পুরোনো বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা করে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো.সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বিকাল ৪টার দিকে জেলা পুলিশের কাছে কারা কর্তৃপক্ষ হস্তান্তর করে। মঙ্গলবার তাঁকে সিলেটের আদালতে জামিন দেয়া হয় এবং বুধবার ঢাকার আদালতে হাজির করা হবে।
আইনশৃঙ্খলাবাহিনীর একটি সূত্র বলছে-র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি হেলিকাপ্টারের মাধ্যমে পুলিশি নিরাপত্তায় ঢাকায় প্রেরণ করা হয়।
এর আগে গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে একটি জঙ্গল থেকে স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন শনিবার (২৪ আগস্ট) সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ওই দিন বিকালে আদালতে হাজির করলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পাসপোর্ট আইনে মানিকের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়।