বাংলাদেশ-ভারত একে অপরের ওপর নির্ভরশীল: জয়শঙ্কর
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ৮:০১:২৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, প্রতিবেশী দেশগুলো একে অপরের ওপর নির্ভরশীল। মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সাথে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
জয়শঙ্কর বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইস্যু তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ আমাদের প্রতিবেশী, এবং আমরা সম্পর্ককে স্থিতিশীল রাখতে চাই। আমাদের মধ্যে ভালো বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, জনগণের সাথে জনগণের সম্পর্ক ভালো। আমি চাই সম্পর্ক এমনটাই থাকুক।
গত ৫ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তিনি লন্ডনে রাজনৈতিক আশ্রয়ের পরিকল্পনা করেছিলেন। তবে ব্রিটিশ সরকারের নিয়ম অনুযায়ী তিনি সেখানে আশ্রয় নিতে পারেননি। বর্তমানে ধারণা করা হচ্ছে শেখ হাসিনা ভারতের গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছেন।
বাংলাদেশে চলমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ভারতের সাথে পূর্ববর্তী ভালো সম্পর্ক বজায় রাখতে চায়। তবে এই সম্পর্ককে ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে গড়ে তুলতে হবে। ড. ইউনূস শেখ হাসিনাকে সতর্ক করে বলেছেন, দুই দেশের সম্পর্ক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য তাকে চুপ থাকতে হবে।