বালাগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি : সভাপতি জিল্লুর, সম্পাদক আমীর
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮:৩২ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি : ঐতিহ্যবাহী বালাগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বালাগঞ্জ সদরস্থ অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক মুহিব হাসান।
দৈনিক শ্যামল সিলেটের সাংবাদিক রোটারিয়ান কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন প্রিণ্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দৈনিক সিলেটের ডাক এবং সিলেটভিউ ২৪ডটকম-এর বালাগঞ্জ প্রতিনিধি মো. জিল্লুর রহমান জিলুকে সভাপতি, দৈনিক জালালাবাদের বালাগঞ্জ প্রতিনিধি মো. আমীর আলীকে সাধারণ সম্পাদক এবং দৈনিক নয়া কণ্ঠ প্রতিনিধি শুয়াইবুর রহমান খানকে অর্থ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট বালাগঞ্জ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন (সাপ্তাহিক বালাগঞ্জ বার্তা), সহ-সাধারণ সম্পাদক হেলাল আহমদ (দৈনিক সূর্যোদয়), দফতর ও প্রচার সম্পাদক শেখ জাহিদ হাসান (দৈনিক আমার বাংলা) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহজাহান গাজী (ডেইলি নিউজ পোর্টাল টোয়েণ্টিফোর)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য মুহিব হাসান (দৈনিক নয়া দিগন্ত), সদস্য রোটারিয়ান কবির আহমদ (দৈনিক শ্যামল সিলেট), সদস্য আতাউর রহমান কাওছার (দৈনিক জৈন্তাবার্তা, দৈনিক আলোর জগত) এবং সদস্য আবু তাহের (বাংলা টাইম এন্ড টিউন)।
উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘সত্যের সাথে ঐক্য মোরা’ এ শ্লোগানকে সামনে রেখে চলছে বালাগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রম।