শাবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার হলেন যারা
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৪:৪৭:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কো-কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিনকে উপাচার্য নিয়োগ দিয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এদিকে একই দিনে পৃথক প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়টির (প্রো-ভিসি) উপ-উপাচার্য নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। তাকেও ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া (ট্রেজারার) কোষাধ্যক্ষ পদ নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। তাকে ৪ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।