সুনামগঞ্জে ওসি’র পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫৪:২৮ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: মামলা না নেয়ায় সুনামগঞ্জের সদর মডেল থানার ওসি মো. আব্দুল আহাদ’র পদত্যাগের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। বুধবার দুপুরে সদর মডেল থানার সামনে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ওসমান গনি বলেন, গত ৪ আগস্ট আমাদের ছাত্র-জনতার উপর যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে, মূলত তাদের বিরুদ্ধে আমরা মামলা করতে এসেছিলাম। থানার ওসি আমাদের মামলাটি নিচ্ছেন না। সকাল এগারোটা থেকে আমরা থানায় অবস্থান করছি। আমরা যেটা আঁচ করতে পেরেছি, সেটা হচ্ছে- থানার ওসি প্রকৃত অপরাধীদের কিভাবে ছাড় দেওয়া যায়, আইনি ব্যবস্থা থেকে কিভাবে প্রকৃত অপরাধীদের দূরে রাখা যায় সেটি তারা করছেন। আমরা থানায় অবস্থান কর্মসূচি পালন করছি যতক্ষণ পর্যন্ত মামলা নিচ্ছেন না, আমরা সরে যাবনা। হয় মামলা নিবেন, না হয় ওসি পদত্যাগ করবেন।
এ বিষয়ে সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, একই রকম মামলা হওয়ায় নেয়া সম্ভব হয়নি। তারা ভুল বুঝে আমার পদত্যাগ দাবি করেছে। পরে এসপি এটি সমাধান করে দিয়েছন।