মৌলভীবাজার সিভিল সার্জন অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫৫:৩৪ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: সিভিল সার্জন কার্যালয়ের ৭ টি ক্যাটাগরীর ৯৬টি পদে নিয়োগে দুর্নীতির প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বুধবার নিয়োগ বঞ্চিত ও সচেতন নাগরিক সমাজের আয়োজনে প্রেসক্লাব প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী মোঃ আব্দুল মালিক চৌধুরীর সভাপতিত্বে ও নাজিউর রহমান সামাদ’র সঞ্চালনায় বক্তব্য দেন মো: তারিকুল ইসলাম, মারজানা জান্নাত, সুবেল মিয়া,আলাউদ্দিন মিয়া ও রাজিব সূত্রধর প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানসহ দূদক, স্বাস্থ্য অধিদপ্তর ও প্রধান উপদেষ্টা বরাবর ডাকযোগে স্মারকলিপি প্রেরণ করা হয়।