মৌলভীবাজারে বিএনপি নেতা নিজামের মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৯:০৪:৩৮ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজামের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে শহরের একটি কমিনিউটি সেন্টারে স্মরণ সভা, দোয়া মাহফিল ও শিরণী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, সহ-সভাপতি আশিক মোশাররফ, জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সারওয়ার মজুমদার আহমদ ইমন, প্রচার সম্পাদক রেজাউল করিম প্রমুখ।