ছাত্র-জনতার আন্দোলনে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে : ইমদাদ চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৯:০৬:১০ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সাংবাদিক এটিএম তুরাব, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহীদ ওয়াসিম আকরাম, শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ মুগ্ধদের রক্তের বিনিময়ে স্বৈরাচারমুক্ত হয়েছে আমাদের দেশ। তাদের আত্মত্যাগ আমরা কখনো ভুলবো না। এছাড়াও এই সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন করতে গিয়ে অসংখ্য ছাত্র-জনতা আহত হয়েছে। অসংখ্য ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত করে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।
তিনি বুধবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত সিলেট এমসি কলেজের শিক্ষার্থী সালমান রাব্বীর চিকিৎসার খোঁজখবর ও নগদ অর্থ সহায়তা প্রদান কালে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ৩১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক রাজন মিয়া, শাহাব উদ্দিন, নিজাম মিয়া, ২৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, কয়েস আহমদ সাগর, শাহীন আহমদ, পিয়ার উদ্দিন পিয়ার, ফরহাদ আহমদ, সদর উপজেলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস সালাম আজাদ, আহাদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি