শ্রীমঙ্গলের অপহৃত কিশোরী গাজীপুরে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৫:৫৩:৫৬ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অপহৃত এক কিশোরীকে (১৩) গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন ছাত্তার গেইট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আলমগীর হোসেন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে বুধবার বিকেলে গাজীপুর জেলাধীন কালিয়াকৈর থানাধীন ছাত্তার গেইট নামক এলাকা থেকে অপহরণে অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেফতারপূর্বক অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।
থানা সুত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা অনুমান ৭ টায় ভিকটিমকে তার বাড়ী থেকে মৌলভীবাজার সদর উপজেলার জ্যাকান্দি গ্রামের আলিম মিয়ার ছেলে আলমগীর হোসেন কয়েকজনের সহযোগিতায় অপহরণ করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের চাচা মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে চালান মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।