কুলাউড়া প্রেসক্লাবে লন্ডন বাংলা চ্যানেল সম্পাদক সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৬:০২:০৯ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া প্রেসক্লাবের সদস্য ও লন্ডন বাংলা চ্যানেলের সম্পাদক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্প্রতি সংক্ষিপ্ত সফরে তিনি দেশে এলে বুধবার সন্ধ্যায় কুলাউড়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব ভবনে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
প্রেসক্লাব সভাপতি এম শাকিল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ভুট্টো বলেন, দীর্ঘদিন প্রবাস জীবনে থাকার সময়ে পতিত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লেখালেখির কারণে তিনি দেশে আসতে পারেননি। সরকারের রোষানলে পড়ায় শেখ হাসিনা সরকার তাকে না পেয়ে দেশে থাকা তার আপন ভাই বিএনপি নেতা, ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনুকে জেল ও নির্যাতনের শিকার হতে হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি এক সংক্ষিপ্ত সফরে দেশে এসেছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুশীল সেনগুপ্ত, সাপ্তাহিক হাকালুকি সম্পাদক আব্দুল হান্নান, সাপ্তাহিক বেনিআসহকলা সম্পাদক আশরাফুল ইসলাম খান হিরো, প্রেসক্লাবের সহসম্পাদক আব্দুল কুদ্দুস, সদস্য আব্দুল করিম বাচ্চু, ইউসুফ আহমদ ইমন ও সালাউদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক সাইদুল হাসান সিপন, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, সদস্য আব্দুল কাইয়ুম ও এস আর অনি চৌধুরী। সভাশেষে সংবর্ধিত অতিথিকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।