সিলেট সদরে জামায়াতের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩২:৫৫ অপরাহ্ন
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, রাসুলের আগমন মানবজাতির জন্য আল্লাহর অনুগ্রহ। রাসুলুল্লাহ (সা.) সবার জন্যই রহমতস্বরূপ ছিলেন। হাদীসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেনঃ ‘আমি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমত।’
তিনি বুধবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড আয়োজিত রাসুলুল্লাহ (সা.)-এর জীবনী শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ওয়ার্ড সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সিলেট জেলা উত্তর শাখার সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দীন ও মাওলানা মাশুক আহমদ, সদর উপজেলা শাখার আমীর নাজির উদ্দীন, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ এবং ইউনিয়ন শাখার আমীর আব্দুস সামাদ।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা ইসলাম উদ্দীন বলেন, জাহেলিয়াত যুগের নিকৃষ্ট মানুষগুলোকে রাসুলুল্লাহ (সা.) আলোর পথ দেখিয়েছেন। সত্য ও সুন্দরের সাথে পরিচালিত করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই আদর্শকে সামনে রেখে পথচলার চেষ্টা করে।
আলোচনা সভায় জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আপামর সাধারণ অংশগ্রহণ করেন। মোনাজাতের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়। মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার। বিজ্ঞপ্তি